সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

লেখালেখি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Live post

টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে||When listed not pixel%relegram bot

  বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে  যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980

টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে||When listed not pixel%relegram bot

  বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে  যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980

ব্লগসাইটে সঠিকভাবে পোস্ট করার নিয়ম

  ব্লগসাইটে সঠিকভাবে পোস্ট করার নিয়ম। আ পনার নিশ্চয়ই একটা ব্লগসাইট রয়েছে যার কারনে আপনি এই টাইটেলটি পড়ে ক্লিক করেছেন।হ‍্যা, ঠিক জায়গাতেই ক্লিক করেছেন।আপনি নিয়মিত আর্টিকেল লেখেন কিন্তু কোনো ভিউজ হচ্ছেনা? হতাশ হয়ে  পড়েছেন? কি করবেন বুঝে উঠতে পারছেন না? আপনি কি আর্টিকেল লেখার পর সঠিকভাবে এর এসিও করেন? আপনি কি আর্টিকেল লেখার পরে সঠিকভাবে ইনডেক্সিং করতে পারেন? পোস্টের ইনক্লোইঞ্জার লিংক দিতে পারেন? পোস্টের ব‍্যাকলিংক দিতে পারেন? যদি বলেন এগুলো করতে পারেন না! তাহলে কিভাবে আপনার  ওয়েবসাইটে ভিউজ পাবেন? ভয় পাবেন না, আজ আপনাকে হাতে কলমে সবকিছু শিখিয়ে দিবো।আজ থেকে আপনার ওয়েবসাইটেও ভিউজ আসবে ইনশাআল্লাহ। আজ আপনাকে  আমি এমনভাবে পোস্ট করা শেখাবো আপনার  আর্টিকেলটির গুগল র‍্যাংকিং হবেই ইনশাআল্লাহ। আমরা কি কি জানবো? ১: পোস্টের টাইটেল কিভাবে লিখবেন? ২: কিভাবে লেখার ভেতর লিংক দিবেন? ৩ : কিভাবে পোস্টটি  এসইও করবেন? ৪: কিভাবে পোস্টটি ইনডেস্ক করবেন? কিভাবে পোস্টটি পাবলিশ করবেন?  ১: পোস্ট টাইটেল, ওয়েবসাইটে ভিউজার আপনার য়স্টের টাইটেল দেখে আপনা ওয়েবসাইট ভ্রমণ করবে। তাই টাইটেল হত...

মলমূত্র খেয়ে পনেরো দিন পরে মৃত‍্যু-বাথরুমে বন্দি এক ছোট ছেলের মৃত্যুর আগে রক্ত দিয়ে দেয়ালে লিখে যাওয়া করুণ কাহিনী-তানভীর ডট'কম

 মলমূত্র খেয়ে পনেরো দিন পরে মৃত‍্যু-বাথরুমে বন্দি এক ছোট ছেলের মৃত্যুর আগে রক্ত দিয়ে দেয়ালে লিখে যাওয়া করুণ কাহিনী  *কাহিনীটি আমার মায়ের মুখ থেকে শোনা।মাঝেমাঝে মা এই ঘটনাটা বলতো আমাদের সচেতন হওয়ার জন‍্য।  রাজা ছিলো ছেলেটির নাম। পঞ্চম শ্রেণিতে পড়তো।  বা - মায়ের একমাএ সন্তান ছিলো রাজা। প্রতিদিন প্রায় সাত ক্রোশ পায়ে হেটে স্কুলে যেতো। সে। সরকারি স্কুলে আজ আম কাঠালের বন্ধ দিবে।প্রতিদিনের মতো আজ ও রাজা স্কুলে এসেছে। আনন্দে আত্বহারা হয়ে  বিদ‍্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে খেলছে আর ছড়া পাঠ করছে, তাই তাই  তা, মামা বাড়ি যা। রাজার খুবই খুশি লাগছে যে সে কাল মামার বাড়িতে যাবে।মামার বাড়িতে গিয়ে আম -কাঠাল খাবে।নানীর হাতের পিঠা খাবে।  কল্পনা করতে করতে কোথায় যেনো হারিয়ে গেছে রাজা।  বিদ‍্যালয় বন্ধ ঘোষনা করা হলো যথারীতি ভাবে এক মাস। সবাই ছুটি পেয়ে বইখাতা গুছিয়ে বাড়ির দিকে রওয়ানা হলো। রাজাও সবার মতো বইখাতা গুছিয়ে যাবে এমন সময় তার বাথরুমে বেগ দিলো।বিদ‍্যালয়ের বাথরুম এখনো তালা মারে নাই দেখে রাজা তার জরুরত সারতে গেলো।কিন্তু ভাগ‍্য তাকে আর বাথরুম থেকে জ‍্যান্ত ফিরিয়ে দেবেনা...

শাশুড়ির বাল পাকগেয়া-হাসির গল্প%tw

 গল্পটা হাসির তবে কিছু গ্রাম‍্য খারাপ ভাষা আছে।দ য়া করে কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না। এক ভদ্রলোকের মেয়ে বিবাহ দিছে এক ভারতীয়  প্রবাসির সাথে। জামাই বহু বছর পরে বাড়িতে এসে হিন্দি ভাষায় কথা বলতেছে। প্রথমেই শাশুড়িকে সালাম দিয়ে বললো শাশুড়ির বাল পাকগেয়া (হিন্দি ভাষায় চুলকে বাল বলে)। শাশুড়ি লজ্জায় জামাইয়ের সামনে থেকে চলে গেলো তার ঘরে।আর মনে মনে ভাবতে লাগলো। "আমার যে বাল পেকে গেছে তা জামাই দেখলো কিভাবে? তাহলে কি আমার কাপড়  উঠে গেছিলো? রাতে স্বামী  ঘরে আসলে বললো 'ওগো আজ জামাই এসে আমাকে বললো আমার নাকি বাল পেকে গ‍্যাছে।আচ্ছা আমার বাল পাকছে তা জামাই দ‍্যাখলো কিভাবে? তখন তার স্বামী  বলতেছে " ঠিকই কইছে চুতমারানী তোর বসা ভালোনা।আমি আগেও দেখছি।"

আমার#ফেইসবুক পেইজ কেনো ব্লক হলো কারন জানাবেন?&তানভীর ডট%কম

 এর কারণ হলো অনেক অনেক কয়টি এর ভেতরে আছে যারা পপ-আপ লিংক ব্যবহার করেন অথবা ওয়েবসাইটে স্টাম্প করা থাকে অথবা কোন থার্ডপার্টি ব্লগসাইটে ওয়ার্নিং থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই ব্লক হয়ে যাবে।ফলে আপনি আর আপনার ফেসবুক পেজে ওয়েব সাইটের কনটেন্ট শেয়ার করতে পারবেন না আমাদের  বর্তমানে সমস্যা হলো ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইটের কোন পোস্ট শেয়ার করতে গেলে  আমাদের ফেসবুক পেজকে ব্লক করে দেয়।এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে,তার মধ্যে কয়েকটি কারণ হলো; ফেইসবুক পেজ কখনো এডাল্ট কনটেন্ট support করেনা। এছাড়া ফেসবুক  ফেইসবুক এর লক্ষ্য হলো ব্যবসা করা এবং অর্থ উপার্জন করা।তারা চায় যা আপনি আপনার পোস্টটি বুস্ট করুন। আপনার ওয়েবসাইট পোস্ট বুস্ট করে লোকজনের কাছে শেয়ার করুন।এজন্য তারা বারবার ফেসবুক  পেজে আপনার ওয়েব সাইটের কনটেন্ট গুলো শেয়ার করলে তারা কখনও কখনও ব্লক করে দেয়।যদি আপনার ওয়েবসাইটে ব্লগ অরনিং থাকে অথবা অ্যাডাল্ট কোন কনটেন্ট টিক দেয়া থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।এছাড়া স্টাম্প করা থাকলে ওয়েবসাইট ব্লক করে দেয়। পপ-আপ লিংক দেওয়া থাকলে ব্ল...

Letter to the deceased father | বাবার কাছে চিঠি||ইংরেজী অনুবাদ সহ।|

  প্রিয়, বাবা, জানি ঐ কবরে আছো কিন্তু আমরা ভালো নেই। বাবার পর আমাদের ভবিষ্যৎ নিলো অন্য বাবার মৃত্যু আমাদের ভাইবোনের দিকে পেটের খাবার কেড়ে নিয়ে গেছে। আমার ছেলের মুখের হাসি কেড়ে নেবেন। কিন্তু এখন তোমার মৃত্যু তাকে অসহায় করবে। বাবার মৃত‍্যু আমাদের ভিটে পাঠান।  বাবা বেচেল হাত পেতে আজ তারা আমাদের শিকারের মতো ব‍্যাহার করে। আমার বাবা আপন ভাইয়ের মতো আদর যত্ন কর। বাবার সাথে যখন ঘুরতে যেতাম তখন আমার মাকে সব আঙ্কেল রা বল ভাবি আপনি কি অবস্থা করছেন? আর এখনই মেম্বরের বউ মাকে বীনা কেন দূর করে তাড়িয়ে দেয়।  হ্যারে বাবা...😰😰😨 তুমি মরে যাওয়ার পরে আমাদের জন্মের ঠিক নেই। তোমার হাতে লাগানো আমি গাছে এখন আমি। তুমি আমাদের জন‍্য লাগিয়েছিলে, কিন্তু এখন রাজনীতির কাছে। বাবা জানো! তোমার সেই গাছের গাছে আমি কেন জানি আমার বাড়িতে আমার ছেলে। বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে?  আমার মনে আছে, তোমার যেদিন দাফন করা, ঐদিন ও আমাদের দুধের গাভী।  আপনার কাছে যেতে আমাদের পেটে আহার দিতে না রাজকারন, তাহকে অন্যের কাছে। বাবা তোমার অনুপস্থিতিতে আমরা কষ্টে আছি রেতুমি ছিল আমাদের মাথার ছায়াযুক্ত...

Equality of men|<|পুরুষের সমানাধিকার-tanvir240

 পুরুষ কেনো সমান অধিকার পাচ্ছেনা?কেনো নারীরা পুরুষদের শুধু শুধু কারনে আকারনে নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে? বর্তমানে পঞ্চাশ শতাংশ পুরুষ নারীদের হয়রানিমূলক অত‍্যাচার ভোগ করছে।পৃথিবীর আর কোথাও এমন দেখিনি যে অকারনে নারীরা পুরুষদের নারী নির্যাতন মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখছে। এই নারী নির্যাতন মামলা বর্তমানে পুরুষ সায়েস্তা করার কল হয়ে দাঁড়িয়েছে। হ‍্যা,আম যে নারীদের বিপক্ষে বলছি তা না। নারীরা নির্যাতিত হোক এটা আমি ও চাইনা।কিন্তু বর্তমানে নারীরা তাদের নিজেদের খেয়াল খুশিমতো চলে।তাদের স্বামীর সাথে খারাপ আচরন করে।এমন কি এটাও বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে পুরুষের গায়ে হাত তোলা। তখন যদি পুরুষ  এর প্রতিবাদ করতে চায় তাহলে থানায় গিয়ে মামলা জুড়ে দেয়। আমরা পুরুষরা হয়ে গেছি লাইসেন্স ওয়ালা রোহিঙ্গা। নারীদের ইচ্ছেমতো যদি চলি তাহলে আমাদের স্থান ঘরের খাটে।আর যদি না চলি তাহলে আমাদের স্থান জেলখানার কম্বলের ওপর। দু:খে হাসি পায়, দেশে নারী নির্যাতনের আইন থাকলেও পুরুষ নির্যাতনের আইন নেই। তাহলে কি সরকারের বিশ্বাস হয় না দেশে পুরুষ নির্যাতন হচ্ছেনা?  জেলখানায় গিয়ে দেখেন,হাজারো পুরুষ বিনা কারন...

Husband divorces because of his wife's work and words?-with English translation||-স্ত্রীর কোন কাজ ও কথা কারনে স্বামী তালাক দেয়?

স্ত্রীর কোন কাজ ও কথা কারনে স্বামী তালাক দেয়? স্ত্রীর কোন কথাগুলো শুনলে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায় স্বামী? আল্লাহ্ তা'য়ালা স্বামীকে করেছেন স্ত্রীকে লোকের কর্তা,রক্ষক।স্বামীর পায়ের নিচে তার স্ত্রীর জান্নাত। কিন্তু অনেক স্ত্রীলোক আছেন যারা বংশের দাপটে,সমান অধিকারের দাম্ভিকতায় তার স্বামীকে এতটুকু সম্মানও দেয়না।এটাই বর্তমান সমাজের মেয়েদের অভ‍্যাস হয়ে গেছে। স্বামী কত টাকা ইনকাম করলো তা দেখার বিষয় নেই,সে একটা সার্ট কিনলো বা আছে কিনা তা স্ত্রীলোক বুঝতে চেষ্টাও করেনা।আর যদিও বুঝে বাপের বাড়ির লোকজনের কটু কথায় কান দিয়ে স্বামী  অসহায় বেচারার সাথে তুমুল ঝগড়া শুরু করে দেয়। অথচ তার স্বামী তার জন‍্য দিন-রাত ঘাম ঝরিয়ে যাই উপার্জন করছে তা সব ই তার স্ত্রীর জন্য খরচ করছে। এর পরেও যদি ঐ স্ত্রীলোক তার স্বামীকে খোটা দিয়ে বলে যে "আমাকে কি খাইয়েছো বা এটা দাওনি,ওটা দাওনি।তা আবার যদি হয়  বেচারার শ্বশুরবাড়ির লোকের সামনে।এরপরে যদি এটা নিয়ে জামাইয়ের কাছে জবাবদিহি করে,তখন ঐ পুরুষ লোকটি ঐ জায়গায় চোখের পানি ফেলতে না পারলেও তার মনে এই প্রশ্ন জাগে যে,এই সারাদিন বা সারা মাস যা ই ইনকাম করলাম তার সব ই স্ত্র...

অফিসে বসে কিভাবে ষড়যন্ত্র করে পড়ে অনুমান করুন-news240.com|

  আপনি কি মনে করেন আপনি যে অফিসে চাকরী করছেন সেখানে বসে আপনার সাথে খারপ ব‍্যাবহার করছে? আপনি যে কাজটি ভুল করেন নাই সেই ভুলটার কথা উপরের সারের নিকট বিচার দিয়ে আপনার প্রতি সারের খারাপ ধারনা সৃষ্টি করছে। খারাপ ধারনাগুলো কখন দেয়, যখন আপনি আপনার বসের সাথে কখনো খারাপ ব‍্যাবহার করেছেন। আপনি যদি বসের সাথে মিলে চলতে না পারেন তাহলে আপনার প্রতিদিন কোনো না কোনো ষড়যন্ত্রের স্বীকার হতে হবে। দেখা যাবে অন‍্য কেউ যে ভূলটা করলে আপনার বসে তেমন ঝামেলা করেনা,কোনো সমস‍্যা মনে করেনা।কিন্তু আপনি যদি ঐ এক ই ভুলটা করেন তাহলে অফিস পুরোটাই নাড়িয়ে নিবে আপনার বস। তখন যদি কোনো ভাবে আপনার মুখ থেকে খারাপ সাউন্ড বের হয়,তাহলে ঐ কথাটি ধরেই বস আপনার নামে আপনার  উপরের স‍্যারের নিকট নালিশ করবেন। এরকম  একবার না হাজার বার নালিশ করবে আপনার নামে। আপনি মনে করেন ঐ সময় যদি আপনার  উর্ধ্বতন  স‍্যারের নিকট যদি সবকিছুই খুলে বলেন তাহলে কি আপনার কথা তিনি বিশ্বাস করবেন? ☆না☆কোনোদিন ও না।আপনার কথা তার কাছে অবিশ্বাসযোগ‍্য হে কেন,আবনার বসে তার বিশ্বাস করার মতো কাজ করেছেন। বরং আপনি আপনার বসের অন‍্যায় কাজের কথা খুলে বল...