সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কবিতা ও সাহিত্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Live post

টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে||When listed not pixel%relegram bot

  বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে  যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980

ক্লাস নাইনের সেই মেয়েটি-প্রেমের গল্প-তানভীর বিডি.কম

 ক্লাস নাইনের সেই মেয়েটা  ------ ------------------------- রনি তখন নবম শ্রেণিতে পড়ে। ক্লাসের সবার চেয়ে বয়সে বড় ছিলো সে।মোটাটামোটি অভিঙ। হিরো মার্কা চেহারা নিয়ে যাকেই প্রেমের প্রস্তাব করবে এক কথায় রাজি হয়ে যাবে। এক্ষেত্রে ছাবিনা ও কার্পণ্য করলোনা। প্রথম যখন রনি ক্লাসে ভর্তি হলো সবাই একরকম  অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলো।এতো সুন্দর  একটা ছেলে মানুষ হতে পারে! ক্লাসের আরো মেয়েরা তাকে মনে মনে গেথে ফেলেছে ইতিমধ্যেই ।কিন্তু ছাবিনা ছিলো আত্বমর্যাদা সম্পন্ন মেয়ে। ওর মনেও রনি স্থান পেয়েছে কিন্তু চেপে রাখলো। রনি যখন ক্লাসে ঢুকতো তখন ও মায়ার চোখে রনির দুটি চোখের দিকে চেয়ে থাকতো আর ভাবতো তুমিতো আমার মনের রাজা। ভালোবাসি তোমাকে।  রনির বাদরামী আর চাঞ্চল্যতা ছাবিনার এতো ভালো লাগতো যে, ক্লাসের সবার চোখ ফাকি দিয়ে আড়ালে গিয়ে দুচোখ ভরে দেখতো। একদিন রনমাঠের মাঝখানে খেতে প্রচন্ড আঘাত পেলো।কপাল ফেটে গিয়ে রক্ত বের হলো। ছাবিনা বিদ‍্যালয়ের পেছনে থেকে শুধু পায়তাড়া করছে আর উকি মেরে দেখছে কি হলো রনির। মেয়েদের বুক ফাটেতো মুখ ফোটেনা। কাছেও যেতে পারছেনা। চোখের পানি কখন যে ওকে ফাকি দিয়ে ঝরতে...

|Taslima Nasrin-Atheist Taslima Nasrin's broken answer to the question||পুরুষ চারজন স্ত্রী রাখতে পারলে মেয়েরা কেনো চারজন স্বামী পারবেনা||বাংলা ও ইংরেজিতে অনুবাদ সহ

 তাসলিমা নাসরিন একজন নাস্তিক মহিলা।সে একজন লেখিকা। বর্তমানে সে ভারতে বসবাসরত রয়েছে। নারীদের  সমান অধিকার নিয়ে সে একটি মন্তব্য করেছিলো।সে বলেছিলো যে, ইসলামের কথা বা শরিয়ত অনুসারে পুরুষ লোকে যদি  একসাথে চারটি বউ রাখতে পারে তাহলে নারিরা কেনো একসঙ্গে চারটি স্বামী রাখতে পারবেনা? পুরুষ-নারী সমান অধিকার  রয়েছে। তার এই বক্তব্যে নাস্তিকের প্রমাণ পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বাংলাদেশের একজন আলেম। তার নামটি আমার জানা নেই। তবে তার উত্তর শুনে তাসলিমা নাসরিন সহ কেউ  আর কথা বলেনি। উত্তর টা এরকম ছিলো'তোমার বক্তব্য  অনুযায়ী একটি পুরুষ লোকে যদি একসাথে চারটি স্ত্রী রাখতে পারে,তবে একটি মহিলা কেন চারজন স্বামী কে একসাথে বিবাহ করতে পারবেনা? একজন পুরুষ যদি চারজন মহিলার সাথে সহবাস করে তাহলে ঐ একজন পুরুষের সন্তান হবে চারজন মহিলার পেটে।তারা দুনিয়ায়  আসলে  ঐ এক ব‍্যাক্তির সন্তান ই হবে। বাবা বলে ঐ একজন লোককেই পরিচয় দিতে পারবে।কিন্তু একটি মহিলা যদি একসাথে চারজন পুরুষের সাথে সহবাস করে এক ই রাতে এবং গর্ভবতী  হয় তাহলে ঐ মহিলা  পেটের বাচ্চার বাবা কে তা ব...