আপনি কি মনে করেন আপনি যে অফিসে চাকরী করছেন সেখানে বসে আপনার সাথে খারপ ব্যাবহার করছে?
আপনি যে কাজটি ভুল করেন নাই সেই ভুলটার কথা উপরের সারের নিকট বিচার দিয়ে আপনার প্রতি সারের খারাপ ধারনা সৃষ্টি করছে।
খারাপ ধারনাগুলো কখন দেয়, যখন আপনি আপনার বসের সাথে কখনো খারাপ ব্যাবহার করেছেন।
আপনি যদি বসের সাথে মিলে চলতে না পারেন তাহলে আপনার প্রতিদিন কোনো না কোনো ষড়যন্ত্রের স্বীকার হতে হবে।
দেখা যাবে অন্য কেউ যে ভূলটা করলে আপনার বসে তেমন ঝামেলা করেনা,কোনো সমস্যা মনে করেনা।কিন্তু আপনি যদি ঐ এক ই ভুলটা করেন তাহলে অফিস পুরোটাই নাড়িয়ে নিবে আপনার বস। তখন যদি কোনো ভাবে আপনার মুখ থেকে খারাপ সাউন্ড বের হয়,তাহলে ঐ কথাটি ধরেই বস আপনার নামে আপনার উপরের স্যারের নিকট নালিশ করবেন।
এরকম একবার না হাজার বার নালিশ করবে আপনার নামে।
আপনি মনে করেন ঐ সময় যদি আপনার উর্ধ্বতন স্যারের নিকট যদি সবকিছুই খুলে বলেন তাহলে কি আপনার কথা তিনি বিশ্বাস করবেন?
☆না☆কোনোদিন ও না।আপনার কথা তার কাছে অবিশ্বাসযোগ্য হে কেন,আবনার বসে তার বিশ্বাস করার মতো কাজ করেছেন।
বরং আপনি আপনার বসের অন্যায় কাজের কথা খুলে বলতে গিয়ে নিজেই পুরোপুরি খারাপ হয়ে যাবেন উর্ধ্বতন স্যারের কাছে।
তিনি আপনাকে এই বলে ধমক দিবে যে,"আমি তাকে ( আপনার বসকে) ভালো করে চিনি।তাকে আমি নিজের হাতে এই পর্যন্ত এনেছি।
তুমি ভুলেও আর তার নামে মিথ্যা কথা বলবেনা"।
এভাবেই যেকোনো প্রতিষ্টানেের বসেরা তার আন্ডারে কাজ করা Emplee দের সাথে খারাপ ব্যবহার করে,আর উর্ধ্বতন অফিসারদের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার আমার মতো মানুষকে কষ্ট দেয়,চাকরী খায়।
তবুও আমরা সেগুলো সহ্য করে ছেলেমেয়ে দের মুখের দিকে তাকিয়ে চাকরী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন