বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
মূলভাব: ২১ শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির বাক স্বাধীনাতার দিন। ১৯৫২ সালের এই দিন ভাষার জন্য প্রাণ দিয়েছে রফিক, জব্বার,সালাম,বরকত আরো নাম না জানা অনেকে। সম্প্রসারিত ভাব: ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার সাত মাসের মধ্যে পূর্ববাংলা আসেন।তার ঢাকায় আসার মূল প্রেক্ষাপট ছিলো উর্দু ভাষাকে বাংলাদেশের রাষ্ট্র ভাষা ঘোষনা দেওয়া। সোহরাওয়ার্দী উদ্যানে যখন তিনি উর্দু ভাষাকে রাষ্ট্র ভাষ ঘোষনা করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রা না না বলে প্রতিবাদ জানায়। ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথে দলে দলে মিছিল বের করে "রাষ্ট্রভাষা বাংলা চাই"।পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে।এতে মাটিতে লুটিয়ে পড়ে রফিক ,জব্বার, বরকত,সালাম ও নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য এ সকল শহীদদের স্বরণে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারিতে খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি করি। উপসংহার: মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছিলো।১৯৯৯ সালের ১৭ নভেম্বরে ইউনেসকো ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সিকৃতি প্রদান করে।