Husband divorces because of his wife's work and words?-with English translation||-স্ত্রীর কোন কাজ ও কথা কারনে স্বামী তালাক দেয়?
স্ত্রীর কোন কাজ ও কথা কারনে স্বামী তালাক দেয়?
স্ত্রীর কোন কথাগুলো শুনলে তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায় স্বামী?
আল্লাহ্ তা'য়ালা স্বামীকে করেছেন স্ত্রীকে লোকের কর্তা,রক্ষক।স্বামীর পায়ের নিচে তার স্ত্রীর জান্নাত। কিন্তু অনেক স্ত্রীলোক আছেন যারা বংশের দাপটে,সমান অধিকারের দাম্ভিকতায় তার স্বামীকে এতটুকু সম্মানও দেয়না।এটাই বর্তমান সমাজের মেয়েদের অভ্যাস হয়ে গেছে।
স্বামী কত টাকা ইনকাম করলো তা দেখার বিষয় নেই,সে একটা সার্ট কিনলো বা আছে কিনা তা স্ত্রীলোক বুঝতে চেষ্টাও করেনা।আর যদিও বুঝে বাপের বাড়ির লোকজনের কটু কথায় কান দিয়ে স্বামী অসহায় বেচারার সাথে তুমুল ঝগড়া শুরু করে দেয়।
অথচ তার স্বামী তার জন্য দিন-রাত ঘাম ঝরিয়ে যাই উপার্জন করছে তা সব ই তার স্ত্রীর জন্য খরচ করছে।
এর পরেও যদি ঐ স্ত্রীলোক তার স্বামীকে খোটা দিয়ে বলে যে "আমাকে কি খাইয়েছো বা এটা দাওনি,ওটা দাওনি।তা আবার যদি হয় বেচারার শ্বশুরবাড়ির লোকের সামনে।এরপরে যদি এটা নিয়ে জামাইয়ের কাছে জবাবদিহি করে,তখন ঐ পুরুষ লোকটি ঐ জায়গায় চোখের পানি ফেলতে না পারলেও তার মনে এই প্রশ্ন জাগে যে,এই সারাদিন বা সারা মাস যা ই ইনকাম করলাম তার সব ই স্ত্রী -সন্তানের পিছনে খরচ করলাম। আমি বেচারা তো একটি সুতা পর্যন্ত নেই নাই।আমার যতটুকু সামর্থ্য ছিলো তাই তাদের দিয়েছি।আর যা তাদের দিতে পারি নাই তা আমার অক্ষমতা না নাকি আমি চেষ্টা করি নাই?
নাহ! আমিতো সর্বোচ্চ চেষ্টা করেছি! তাহলে আমার স্ত্রী কেনো আমাকে এই কথা গুলো বললো? তার মা-বাবার নিকট কেনো আমাকে ছোট করলো? সমাজের কাছে কেনো আমাকে ছোট করলো?
তার পরিবারের অপমান জনক কথা আর কতদিন সহ্য করবো? এই ঘটনা যদি সারা বছর প্রাই ঘটে তাহলে এতো অশান্তি সারাজীবনে কিভাবে সহ্য করবো? আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চায় অথচ তার ফ্যামিলীর লোকজন আমার সাথে খারাপ ব্যবহার করবে।আমাকে হয়রানি করবে এটা আর সহ্য করতে পারবোনা আর।"
না! এর চাইতে এই মেয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই উত্তম কাজ।
আর তখনই একটা স্বামী তার স্ত্রীকে তালাক দেয়।
এর কারন, ঐ স্ত্রীকে যদি আমার কিডনী বিক্রি করেও খাওয়াই তবুও ভবিষ্যতে কোনোদিন তার মণ পাবোনা।অত এব,
বিবাহ বিচ্ছেদ - ই ভালো।
অবশেষে তালাক ও বিবাহ বিচ্ছেদ।
English Translation:
Husband wants to divorce his wife if he hears any words?
Allah Ta'ala has made the husband the wife's lord and protector of the people. Under the husband's feet is his wife's paradise. But there are many women who do not even give much respect to their husbands due to the arrogance of lineage and equal rightsThis has become the habit of girls in today's society.
It doesn't matter how much money the husband earns, the woman doesn't even try to understand whether he bought a shirt or not.
But her husband is spending all that he earns for his wife day and night.
Even then, if the woman lied to her husband and said, "What did you feed me or did you not give it to me? I will not give it to you.If he then answers to his son-in-law about it, the man may not be able to shed tears in that place, but the question arises in his mind that I have spent all my income for the whole day or the whole month behind my wife and children. I don't even have a single thread. I gave them as much as I could affordAnd what I couldn't give them was my disability or I didn't try?
No! I tried my best! So why did my wife tell me these things? Why did he make me small to his parents? Why did society make me small?
How long will I endure the insults of his family? If this happens almost all year round, then how can I endure so much unrest for the rest of my life? My wife wants to marry me but her family members will treat me badly. They will harass me and I will not be able to bear it anymore. "
No! Better a poor horse than no horse at all.
And then a husband divorces his wife.
The reason for this is that even if I sell that kidney to my wife and feed her, I will never get her money in the future.
Divorce is good.
Finally divorce and divorce.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন