বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) অভিনেতা ও মডেল হিসেবে কাজ করেন। সালমান শাহর আসল নামটি হচ্ছে শাহরিয়ার ইমন চৌধুরী ।তার জীবনের প্রথম চলচ্চিত্র ব্যাবসা সফল কেয়ামত থেকে কেয়ামত যা ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিলো।তার অভিনীত প্রথম চলচ্চিত্র।ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান।ছবিটিতে তার বিপরীতে নাইকা হিসেবে অভিনয় করেন নায়িকা মৌসুমী। উনিশ শতকের জনপ্রিয় অভিনয় শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।তার সবগুলো ছবিই ছিলো ব্যাবসা সফল ছবি।এসময় তার কেয়ামত থেকে কেয়ামত ছবিতে নাইকা মৌসুমীর অভিষেক হয়েছিল।এই ছবিতে শিল্পী আগুনের গান প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছিল।নায়ক শালমান শাহর দির্ঘ্য দশ বছের অভিনয় ক্যারিয়ারে সর্বমোট ২৭ টি বাংলা ছায়াছবিতে অংশগ্রহণ করেন। চব্বিশ বছরের এই খ্যাতিমান অভিনয় শিল্পীর উনিশশো ছিয়ানব্বই সালের ৬ সেপ্টেম্বরে মৃত্যু হয় রহস্যজনকবে। ঢাকার নিউ ইস্কাটনে তিনি মৃত্যুবরন করেন এবং তাকে সিলেটের শাহ জালাল মাজারের পাশে সমাহিত করা হয়। ফলে জাতী হারিয়ে ফেলে একজন ভালোবাসার মানুষকে। আরও পোষ্ট পড়তে Click he...