সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Live post

Tiktalk funny vidio#tanvir240.blogspot.com

 

Equality of men|<|পুরুষের সমানাধিকার-tanvir240


 পুরুষ কেনো সমান অধিকার পাচ্ছেনা?কেনো নারীরা পুরুষদের শুধু শুধু কারনে আকারনে নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে?

বর্তমানে পঞ্চাশ শতাংশ পুরুষ নারীদের হয়রানিমূলক অত‍্যাচার ভোগ করছে।পৃথিবীর আর কোথাও এমন দেখিনি যে অকারনে নারীরা পুরুষদের নারী নির্যাতন মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখছে। এই নারী নির্যাতন মামলা বর্তমানে পুরুষ সায়েস্তা করার কল হয়ে দাঁড়িয়েছে।


হ‍্যা,আম যে নারীদের বিপক্ষে বলছি তা না। নারীরা নির্যাতিত হোক এটা আমি ও চাইনা।কিন্তু বর্তমানে নারীরা তাদের নিজেদের খেয়াল খুশিমতো চলে।তাদের স্বামীর সাথে খারাপ আচরন করে।এমন কি এটাও বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে পুরুষের গায়ে হাত তোলা।

তখন যদি পুরুষ  এর প্রতিবাদ করতে চায় তাহলে থানায় গিয়ে মামলা জুড়ে দেয়।


আমরা পুরুষরা হয়ে গেছি লাইসেন্স ওয়ালা রোহিঙ্গা। নারীদের ইচ্ছেমতো যদি চলি তাহলে আমাদের স্থান ঘরের খাটে।আর যদি না চলি তাহলে আমাদের স্থান জেলখানার কম্বলের ওপর।

দু:খে হাসি পায়, দেশে নারী নির্যাতনের আইন থাকলেও পুরুষ নির্যাতনের আইন নেই। তাহলে কি সরকারের বিশ্বাস হয় না দেশে পুরুষ নির্যাতন হচ্ছেনা? 

জেলখানায় গিয়ে দেখেন,হাজারো পুরুষ বিনা কারনে নারী নির্যাতন মামলায় জেলে পচতেছে।

আমার  অভিঙ্গতা থেকেই বলছি মেয়েরা  কদায় কথায় এক কথা ই বলে তোকে নারী নির্যাতনের মামলায় জেলে ভরে রাখবো।এক টাকাও লাগবেনা।

জাতীর কাছে প্রশ্ন থাকলো,,, যত দোষ সব কি পুরুষের? নারীরা কি কোনো দোষ করেনা? তাহলে তাদের বিরুদ্ধে কেনো আইন নেই? পুরুষের বিরুদ্ধে কেনো নারী নির্যাতনের আইন পাশ করা হলো? অথচ নারীদের তো সমান অধিকার দেওয়া হয়েছে।


English Translation:

Why men are not getting equal rights?

Fifty percent of men are currently being harassed and abused by women. This case of violence against women has now become a call to male punishment.


Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either. I don't want women to be abused either. But now women are happy with their own whims. They treat their husbands badly. Even now it has become normal to touch men.

Then if the man wants to protest, he goes to the police station and files a case.


We men have become licensed Rohingya. If we walk as the women want, then our place is in the bed of the house. And if we don't walk, then our place is on the prison blanket.

He smiled sadly, although there is a law for torturing women in the country, there is no law for torturing men. If the government does not believe that men are not being tortured in the country?

He went to the jail and saw that thousands of men were languishing in jail for torturing women without any reason.

From my obsession, I am saying that I will keep you in jail in case of violence against women. It will not cost a single penny.

There was a question to the nation, what is the fault of all men? Do women do no wrong? Then why there is no law against them? Why was the law against women passed against men? But women have been given equal rights

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Letter to the deceased father | বাবার কাছে চিঠি||ইংরেজী অনুবাদ সহ।|

  প্রিয়, বাবা, জানি ঐ কবরে আছো কিন্তু আমরা ভালো নেই। বাবার পর আমাদের ভবিষ্যৎ নিলো অন্য বাবার মৃত্যু আমাদের ভাইবোনের দিকে পেটের খাবার কেড়ে নিয়ে গেছে। আমার ছেলের মুখের হাসি কেড়ে নেবেন। কিন্তু এখন তোমার মৃত্যু তাকে অসহায় করবে। বাবার মৃত‍্যু আমাদের ভিটে পাঠান।  বাবা বেচেল হাত পেতে আজ তারা আমাদের শিকারের মতো ব‍্যাহার করে। আমার বাবা আপন ভাইয়ের মতো আদর যত্ন কর। বাবার সাথে যখন ঘুরতে যেতাম তখন আমার মাকে সব আঙ্কেল রা বল ভাবি আপনি কি অবস্থা করছেন? আর এখনই মেম্বরের বউ মাকে বীনা কেন দূর করে তাড়িয়ে দেয়।  হ্যারে বাবা...😰😰😨 তুমি মরে যাওয়ার পরে আমাদের জন্মের ঠিক নেই। তোমার হাতে লাগানো আমি গাছে এখন আমি। তুমি আমাদের জন‍্য লাগিয়েছিলে, কিন্তু এখন রাজনীতির কাছে। বাবা জানো! তোমার সেই গাছের গাছে আমি কেন জানি আমার বাড়িতে আমার ছেলে। বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে?  আমার মনে আছে, তোমার যেদিন দাফন করা, ঐদিন ও আমাদের দুধের গাভী।  আপনার কাছে যেতে আমাদের পেটে আহার দিতে না রাজকারন, তাহকে অন্যের কাছে। বাবা তোমার অনুপস্থিতিতে আমরা কষ্টে আছি রেতুমি ছিল আমাদের মাথার ছায়াযুক্ত বটগাছ। বাবা তুমি ফিরে এ

Beautiful picture of Bangladesh

  Beautiful picture of Bangladesh This is my homeland picture.This picture shooted ghoperdanga college.

Beautiful picture of Bangladesh

Beautiful picture of Bangladesh