বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
হযরত উম্মে সময় সালমা রা: একদিন নবী মুহাম্মদ সা:এর জন্য গোসত রান্না করছিলেন।নবী কারীম সা: গোশত খেতে খুবই ভালোবাসতেন। উম্মে সালমা যখন রান্না করছিলেন,তখন একজন খুধার্ত ভিখারী তার ঘরের দরজায় এসে বলে আল্লাহ তায়ালা আপনাকে বরকত দান করুন। আমি খুধার্ত কিছু খাবার দিবেন মা। হযরত উম্মে সালমা উত্তরে বলেন আল্লাহ্ আপনার ও বরকত দান করুন(এর অর্থ দেবার মতো কিছুই নাই।) তিনি গোশতো রান্না করে দীনের নবী সা: এর জন্য রেখে দিলেন।কিছুক্ষন পরে নবী মোহাম্মদ সা: উম্মে সালমার ঘরে এসে বললেন খাবার কিছু আছে কি? উম্মে সালমা খুশি মনে নবীর সা:এর জন্য আনতে গেলেন। কিন্তু খাবার আনতে গিয়ে দেখলেন পাত্রে কোনো গোশত নেই।আছে কয়েকটি পাথরের টুকরো। এরপর উম্মে সালমা নবীজী সা: এর নিকট ঐ খুধার্ত ভিখারির ঘটনা সব খুলে বললেন। নবী কারীম সা: বলেন ঠিক হয়েছে।তুমি ভিখারির হক নষ্ট করেছো।আর আল্লাহ্ তা'য়ালা তোমার হক নষ্ট করেছেন।