এক চার্জে টানা ৯৪ দিন মোবাইল চালাতে পারবেন চিনের এই নতুন ওকিটেল WP19 মোবাইল দিয়ে। ফোনটি তৈরী করেছে চিনের ওকিটেল কোম্পানি। যদি মনে করেন মিথ্যা কথা তাহলে আপনি ঠকবেন। চিন এই প্রথম ২১০০০ mAh battery দিয়ে তৈরী করলো ফোনটি। একবার চার্জ দিলে ৯৪ দিনের মধ্যে কোনো চার্জ দেওয়া লাগবেনা।
ফোনটির প্রধান আকর্ষণ ই হলো 21000 mAh ব্যাটারি। এর চার্জ হতে সময় নেবে চার ঘন্টা।ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ২৭ ওয়াটের চার্জার। দ্রুত ইন্টারনেট সুবিধার জন্য রয়েছে ৮ জিবি র্যাম।সেট মেমরি থাকবে ২৫৬ জিবি।
পিছনের ক্যামেরা থাকছে ৬৪ মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
ফোনটির ডিসপ্লে হবে ৬.৭৮ ইঞ্চির।
WP19 মডেলের ফোনটি দিয়ে একটানা ৩৬ ঘন্টা ভিডিও দেখা যাবে।একটানা ১২২ ঘন্টার মতো কথা বলা যাবে।এছাড়াও ১২৩ ঘন্টা গান শোনা যাবে।
২০ মেগাপিক্সেলের sony night vision sensor থাকবে।২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে।
China কোম্পানির এই ফোনটি বেশ মজবুত হবে এবং দাম ও তুলনামূলক কম হবে।তবে কত হবে তা এখনো জানা যায় নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন