সম্প্রতি ইউটিউবে একটি ভিডিওতে একজন বিশিষ্ট আলেম ফুরাত নদী সম্পর্কে ভবিষ্যৎ বাণী ব্যাখ্যা করেছেন।রাসূল সা: ফুরাত নদি সম্পর্কে বলেছেন যে,"যতক্ষন না পর্যন্ত ফুরাত নদীর পানি শুকিয়ে একটি স্বর্ণের পাহাড় বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হচ্ছেনা। "। রাসূল সা: আরও একটি ভবিষ্যৎ বাণী করেছেন,"অচিরেই ফুরাত নদী শুকিয়ে একটি স্বর্ণের পাহাড় বের হবে।"
এখন আজকে আমাদের মূল কথা হচ্ছে, রাসূল সা: স্বর্ণের পাহাড় বলতে সত্যি কি স্বর্ণকে বুঝিয়েছেন? নাকি অন্য কিছুকে স্বর্ণের মূল্যের সাথে তুলনা করে বলেছেন? আপনাদের কি মনে হয়?
* আমরা জানি বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।এখানে ইউরোপের দেশ গুলো রাশিয়া তেল নেওয়া বাতিল করেছে। রাশিয়া ও ইউরোপে তেল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে।ফলে ইউরোপের বাজারে তেলের সংকট দেখা দিয়েছে প্রকট।ফলে ইউরোপ দেশগুলো বিকল্প রাস্তা খুচছে।
আপনারা ভাবছেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার সাথে তেলের কি সম্পর্ক?
তবে ঐ বিশিষ্ট আলেম রাসূল সা: এর ভবিষ্যত বাণীর এই ব্যাখ্যা দেন যে, রাসূল সা: স্বর্ণের পাহাড়ের ব্যাখ্যা হচ্ছে তেল। অর্থাৎ রাসূল সা: তেল কে স্বর্ণের সাথে তুলনা করেছেন। ঐ আলেমের বক্তব্যের সোজা কথা হলো ফুরাত নদী শুকিয়ে স্বর্ণ না তেলের খনি বের হবে।আর রাসূল সা: তেলকে স্বর্ণ বলে ইঙ্গিত দিয়েছেন। সত্যিই কি সম্ভব এটি! হতেও পারে।কারন, তার কথা প্রথম যুক্তি হলো, বর্তমানে ইউরোপে যে পরিমাণ তেন সংকট দেখা দিচ্ছে কিছু দিনের মধ্যে এসকল দেশের মেরুদণ্ড ভেঙ্গে পড়বে।তেল ছাড়া কোনোভাবেই দেশগুলো টিকে থাকতে পারবেনা। রাশিয়া তেল রপ্তানি না করলে আমেরিকা সহ ইউরোপের সব দেশগুলো ধ্বংস হয়ে যাবে।এমতাবস্থায় ফুরাত নদীতে যদি তেলে খনি পাওয়া যায় তবে সেটি দখল করতে সবাই ফুরাতের তীরে অবস্থান করবে।
তবে উনার যুক্তি ভুল হতে পারে।কান ফুরাতের আশেপাশে যারা বসবাস করে তারা সেখানে স্বর্ণের সন্ধান পেয়েছে।
*** ফুরাতের বর্তমান অবস্থা প্রায় পানিশূন্য। ইতিমধ্যে অনেক ইংলিশ নিউজ পেপারে ফুরাত নদী সম্পর্কে লিখেছে যে "সত্যিই ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে।এক সূত্রমতে জানা গেছে চার বছর আগেও এখানকার কৃশি জমির চাষের জন্য ফুরাত নদীর পর্যাপ্ত পানি পাওয়া গেছে।কিন্তু বর্তমানে ফুরাতের পানি শুকিয়ে যাওয়ার কারনে সেখানকার জমিগুলো চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
ভালো লাগলে Follow বাটনে চাপ দিন।ভাই একটি পোষ্ট লিখতে গেলে দুই তিন ঘন্টা লেখা লাগে।অনেক কষ্ট হয়।তাই ভালোবেসে আমার কষ্টের ফল হিসেবে একটা follow করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন