গর্ভকালীন সময়ে গ্যাসের জন্য কোন ট্যাবলেট নিরাপদ?
গর্ভকালীন সময় একজন মায়ের জন্য খুব সচেতন থাকা জরুরী।কারন, যেকোনো ছোট ভুলের কারনে গর্ভের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে।এমনকি আপনার অবহেলায় বাচ্চা প্রতিবন্ধি হতে পারে এমনকি বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মারাও যেতে পারে ।
তাই এসময় ঔষধ সেবনে সতর্কতা অবলম্বন করবেন।
গর্ভকালীন সময়ে গ্যাসের সমস্যা সমাধানে কোন ট্যাবলেট খাবেন?
গর্ভবতী মায়ের জন্য আলাদা ঔষধ লিখে থাকে ডাক্তার।তাই বাজারের যেকোনো গাসের ট্যাবলেট খেতে পারবেন না। যেমন: seclo, Losectil,progut capsul ইত্যাদি খাওয়া যাবেনা।
কি কারনে খাওয়া যাবেনা?
উপরে যেসকল ঔষধের নাম লেখা আছে এতে যে পরিমান শক্তি আছে তা একজন স্বাভাবিক মানুষের জন্য ও ক্ষতিকর।আর গর্ভকালীন সময় বাচ্চার ভ্রুণ খুবই দুর্বল থাকে যা ঐসকল মেডিসিনে ধংস করে দিতে পারে।ফলে বাচ্চা মারাও যেতে পারে।তাই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেস্ক্রিপ্শন অনুযায়ী ঔষধ সেবন করবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন