সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Live post

Tiktalk funny vidio#tanvir240.blogspot.com

 

গর্ভকালীন সময়ে গ‍্যাসের জন‍্য কোন ট‍্যাবলেট নিরাপদ?

 গর্ভকালীন সময়ে গ‍্যাসের জন‍্য কোন ট‍্যাবলেট নিরাপদ?

গর্ভকালীন সময়  একজন মায়ের জন‍্য খুব সচেতন থাকা জরুরী।কারন, যেকোনো ছোট ভুলের কারনে গর্ভের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে।এমনকি আপনার  অবহেলায় বাচ্চা প্রতিবন্ধি হতে পারে এমনকি বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মারাও যেতে পারে ।

তাই এসময়  ঔষধ সেবনে সতর্কতা  অবলম্বন করবেন।

গর্ভকালীন সময়ে গ‍্যাসের সমস্যা সমাধানে কোন ট‍্যাবলেট খাবেন?

গর্ভবতী মায়ের জন‍্য আলাদা ঔষধ লিখে থাকে ডাক্তার।তাই বাজারের যেকোনো  গাসের ট‍্যাবলেট খেতে পারবেন না। যেমন: seclo, Losectil,progut capsul ইত্যাদি খাওয়া যাবেনা।


কি কারনে খাওয়া যাবেনা?


উপরে যেসকল  ঔষধের নাম লেখা আছে এতে  যে পরিমান শক্তি  আছে তা একজন স্বাভাবিক মানুষের জন্য  ও ক্ষতিকর।আর গর্ভকালীন  সময়  বাচ্চার ভ্রুণ খুবই দুর্বল থাকে যা ঐসকল  মেডিসিনে ধংস করে দিতে পারে।ফলে বাচ্চা মারাও যেতে পারে।তাই ডাক্তারের পরামর্শ নিয়ে  প্রেস্ক্রিপ্শন অনুযায়ী  ঔষধ সেবন করবেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Letter to the deceased father | বাবার কাছে চিঠি||ইংরেজী অনুবাদ সহ।|

  প্রিয়, বাবা, জানি ঐ কবরে আছো কিন্তু আমরা ভালো নেই। বাবার পর আমাদের ভবিষ্যৎ নিলো অন্য বাবার মৃত্যু আমাদের ভাইবোনের দিকে পেটের খাবার কেড়ে নিয়ে গেছে। আমার ছেলের মুখের হাসি কেড়ে নেবেন। কিন্তু এখন তোমার মৃত্যু তাকে অসহায় করবে। বাবার মৃত‍্যু আমাদের ভিটে পাঠান।  বাবা বেচেল হাত পেতে আজ তারা আমাদের শিকারের মতো ব‍্যাহার করে। আমার বাবা আপন ভাইয়ের মতো আদর যত্ন কর। বাবার সাথে যখন ঘুরতে যেতাম তখন আমার মাকে সব আঙ্কেল রা বল ভাবি আপনি কি অবস্থা করছেন? আর এখনই মেম্বরের বউ মাকে বীনা কেন দূর করে তাড়িয়ে দেয়।  হ্যারে বাবা...😰😰😨 তুমি মরে যাওয়ার পরে আমাদের জন্মের ঠিক নেই। তোমার হাতে লাগানো আমি গাছে এখন আমি। তুমি আমাদের জন‍্য লাগিয়েছিলে, কিন্তু এখন রাজনীতির কাছে। বাবা জানো! তোমার সেই গাছের গাছে আমি কেন জানি আমার বাড়িতে আমার ছেলে। বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে?  আমার মনে আছে, তোমার যেদিন দাফন করা, ঐদিন ও আমাদের দুধের গাভী।  আপনার কাছে যেতে আমাদের পেটে আহার দিতে না রাজকারন, তাহকে অন্যের কাছে। বাবা তোমার অনুপস্থিতিতে আমরা কষ্টে আছি রেতুমি ছিল আমাদের মাথার ছায়াযুক্ত বটগাছ। বাবা তুমি ফিরে এ

Beautiful picture of Bangladesh

  Beautiful picture of Bangladesh This is my homeland picture.This picture shooted ghoperdanga college.

Beautiful picture of Bangladesh

Beautiful picture of Bangladesh