খল নায়ক ওমর সানিকে সত্যি সত্যিই গুলি করতে চাইলো নায়ক যায়েদ খান।ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানি যায়েদ খানকে কষে থাপ্পড় মারলেন। এতে যায়েদ খান গুলি বের করে নায়ক ওমর সানিকে হত্যা করতে চাইলো। এসময় তাদের দুজনকে সরিয়ে দেয়া হয়। সম্প্রতি নায়ক ওমর সানি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি যায়েদ খানকে চড় মারার কারন বলেন।তিনি আরও বলেন আমি সাফ সাফাই লোক। পিছনে কথা বলা লোক আমি না। দির্ঘদিন ধরে আমি যায়েদ খানের বেয়াদবি সহ্য করে আসছিলাম।কিনতু আজ আমি তার বেয়াদবির জবাব নিলাম তাকে থাপ্পড় মেরে।আমি তাকে শুধু শুধু থাপ্পড় মারিনি।অন্যায়কে আই প্রশ্রয় দেইনা।
জানা যায় বিয়েতে তারা দুজন ই না খেয়ে বিয়ে বাড়ি ত্যাগ করেন।
ওমর সানি তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাথে সাথেই তুমুল গতিতে ভিইরাল হয়ে যায়।
অনকে তাকে লিখেছেন 'ভাই উচিৎ কাজ করেছেন।ঠিক সময় সঠিক কাজটি সম্পন্ন করেছেন।
আরেকজন লিখেছেন ' আমি জানি আপনি কখনো অন্যায়কে বেএ নেন না।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন