বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
গ্রাহকের১ ৮৬১ কোটি টাকা আত্বসাত করায় ডেসটিনির রফিকুল আলমের স্ত্রী ফারাহ দিবাকে কারাগারে দিয়েছে আদালত।ফারাহ দিবা ঢাকার চতুর্থ বিশেষ জজকোর্টে আত্বসমর্পণ করে জামীনের আবেদন করলে আদালত তা নাকোচ করে দেয়।
জামীনের আবেদন নাকোচ করে দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আহমেদ আলম সালাম।
ফারাহ দিবার পক্ষে আইনজীবী ছিলেন শহিদুল ইসলাম অনি।গ্রাহকের অর্থ আত্বসাতের দায়ে গত ১২ মে রফিকুল আলমসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
এছাড়াও আসামিদের ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করা হয়।
রায়ে রফিকুল ইসলামকে ১২ বছরের সাজা ও ২০০ টাকা জরিমানা করে আদালত।মামলায় ফারাহ সহ ৩৯ জন পালাতক ছিলেন।দশ বছর আগে দুর্নীতি কমিশনের করা মামলায় ৪৬ জন আসামীর সবাইকে দোষী সাব্যস্ত করে ঢাকার চতুর্থ বিশেষ আদালতের বিচারক নাজমুল আলম এই রায় দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন