বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইভানভ নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ।রুপপুর পারমানবিক কেন্দ্রের ইন্চার্জ রুহুল আমীন কুদ্দুস বলেন,রাতে ২ নম্বর সিটির আবাসিকেয দ্বিতীয় দ্বিতীয় ন্ম্বর ভবনের ১২ নম্বর তলার লিফ্টের সামনে সে কয়েক দফা বমি করে এবং পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ঘটনার পরে চিকিৎসককে ডেকে আনা হয়।
পরে চিকিৎসক ঐ রুশ নাগরিককে মৃত ঘোষনা করে।
ইভানভ এ্যান্টন রপপুর পারমাবিক কেন্দ্রের ইন্স্টলার হিসেবে কাজ করতেন।ঘটনার তদন্তে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দকে রুহল কুদ্দুস জানান,ইভানভ এ্যন্টন হৃদরোগে আক্রান্ত ছিলেন।পরে ওসি অরবিন্দ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার শুষ্ঠু তদন্ত করে দেখার পরে ঐ রুশ নাগরিকের লাশ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার নিজ দেশে পাঠানো হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন