সাতক্ষীরার কালিগঞ্জ থানার গণেশপুর গ্রামে গতকাল সোমবার বিকেল পাচটার দিকে ভাতিজার দায়ের কোপে চাচা খুন।নিহত ঐ ব্যাক্তির নাম সাইফুল ইসলাম।তিনি ঐ গ্রামের আলাউদটদিন গাজির ছেলে। বাড়ির সীমানায় সৌচাগারের ঘর নির্মানের সময় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রীর থেকে জানা যায়, তার ভাসুর সম্পত্তি পাওনা অংশ নেবার পর ও আমাদের সম্পত্তির ভেতরে আরও অংশ আছে বলে দির্ঘদিন যাবত দাবি করে আসছে। সোমবার বিকেল বেলা সীমানা জুড়ে সৌচাগার নির্মান করার সময় তার ভাসুর নিহত সাইফুল ইসলামকে সাবল দিয়ে আঘাত করতে গেলে সাইফুল ধরে বসে।কিছু বুঝে ওঠার আগে ভাসুরের ছেলে হাবিবুল্লাহ সাইফুল ইসলামকে দা দিয়ে পেটে কোপ মারে। প্রতিবেশীরা তাকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যায়। তার স্বারীরীক অবস্থার অবনতি দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইফুল ইসলাম মারা যান।
ক্ষুব্ধ জনতা ঘাতক হাবিবুল্লাহ কে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেধে রাখে।পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সাইফুল ইসলামের লাশ ময়নাতদন্তে নেওয়া হবে আজ মোঙ্গলবার।
Satkhira's Kaliganj Police Station's Ganeshpur village on Monday afternoon at around 5 pm nephew's uncle's murder. The deceased's name is Saiful Islam. The incident took place while constructing a toilet house on the boundary of the house.
According to the wife of the deceased, her brother-in-law has been claiming for a long time that there is more share in our property after taking the share of the property. On Monday afternoon, while constructing a toilet across the border, Saiful grabbed his brother-in-law who had been killedBefore he knew it, he stabbed his nephew Habibullah Saiful Islam in the stomach. Neighbors took him to Satkhira Upazila Health Complex on a motorcycle. Saiful Islam died on the way to Satkhira Medical College Hospital after seeing his deteriorating condition.
The mob beat Habibullah and tied him to a tree. He was later handed over to police. Saiful Islam's body will be taken for autopsy on Tuesday.
সূত্র : Jagobd news.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন