রফিক ৩৫ সছর বয়সে বহু ইন্টারভিউ দিয়েছেন চাকরির জন্য।কটি সরকারি চাকরির জন্য আবেদন করেছিল গত মাসে।চলতি মাসের তিন তারিখে ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলো।
কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরে রফিকের ডাক আসলো।ইন্টারভিউ যারা নিবিন তারা তাকে প্রশ্ন করলো এক ভিন্ন ধরনের।
"প্রশ্নটি ছিলো টেবিলে রাখা এই গ্লাসটি ভাঙলে কত টুকরো হবে?"
রফিক বুঝতে পেরেছিলো যে, এরা তাকে চাকরি দিবেনা।এজন্য উল্টাপাল্টা প্রশ্ন করছে।
রফি মনে মনে ভাবলো চাকরি তো এরা দিবেনা তাহলে একটা ফাজলামি করে যাই।
"সে বসে থাকা স্যারদের বললো আমি কি এই গ্লাসের আগে খেতে পারি তারপর বলছি।
তারা বললো হ্যা পারেন।
তখন রফিক গ্লাসের পানি পুরোটা খেয়ে তার হাত দিয়ে গ্লাসটি রেখে আরেক হাত দিয়ে ক্যারাটে মেরে ভেঙ্গে ফেলল। হাত থেকে অঝোরে রক্ত বের হতে লাগলো।
"তখন রফিক বললো,স্যার এবার গুনে দেখতে হবে কত টুকরো হবে।"
টেবিলে বসা সবাই রফিকের কাজ দেখে অবাক ও ভীত হয়ে গেলো।
সবাই রফিক কে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলো।তারপর তাকে অফিসে নিয়ে আসলো এবং চাকরির সুখবর দিলো।
"বন্ধুরা কখনো কখনো ফাজলামি করতে গিয়েও মানুষ অনেক বড় কিছু পেয়ে যায় যা রফিকের ক্ষেত্রে ঘটে গেলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন