বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
হিরো আলমকে চেনে না এমন মানুষ বাংলাদেশে খুব কম ই আছে।প্রথমে ডিসের ব্যাবসা করতেন পরে মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।২০১৫ সালের দিকের তিনি গুগলের সব থেকে বেশি আলোচিত ব্যাক্তি হয়ে ওঠেন।তার চেহারা যেমন কুৎসিত তেমনি কন্ঠ ও বিশ্রি।তাতে কি হবে তার ছিল অদম্য ইচ্ছা ও মনবল।এই মনবল আর শক্তি দিয়ে কারো কটাক্ষ কানে না দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকেন। প্রথমে মিউজিক ভিডিও পরে ছোট ফিল্মে অভিনয় করেন।এমনকি তিনি গানের জগতকেও ছাড় ছাড় দেননি।একের পর এক জনপ্রিয় শিল্পীর গান নকল করে কপি সুর দিয়ে নিজে গান করেছেন।তার গান মানুষ ভক্তির সহিত না দেখলেও হাসি তামাসা করে দেখে।সে সবসময়ই মিডিয়া জগতে টপ আলোচনায় থাকার চেষ্টা করেন। সে মনে করে সে একজন ম্যাচুয়েট নায়ক ও গায়ক।
অভিনয় ও গানের জগতের পরে তিনি ২০১৮ সালের নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে জাতীয় নির্বাচন করেন। নির্বাচনে জয়ী হতে না পারলেও সরকারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন।তার সাহসের প্রসংশা করতেই হয় ।
সে বাংলাদেশের মানুষ কে বুঝিয়ে দিলেন যে, শারীরিক যোগ্যতা,প্রাতিষ্ঠানিক যোগ্যতা কিংবা চেহারা দিয়েনা,মনের ইচ্ছা ও মনবল ও কঠোর প্ররিশ্রম থাকলেই একজন মানুষের পক্ষে সবকিছুই সম্ভব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন