মাল এশিয়ায় বিদেশি শ্রমিকের শংকটে শিল্প
কারখানায় হুমকির মুখে প ড়েছে।করোনার
কারনে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের
শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিলো দেশটি। বর্তমানে শ্রমিক
নেওয়া শুরু করলেও প্রচুর শ্রমিকের প্রয়োজন দেশটির বিভিন্ন শিল্প -কাখানাগুলোতে। কারন, মালেশিয়ার নাগরিকরা এসকল শ্রমিকের কাজকে নোংরা ও কষ্টের কাজ মনে করে।ফলে বিদেশী শ্রমিক দিয়ে কাজ করা দেশটি। বর্তমানে শ্রমিক আমদানীতে করোনা সহ নানানধরনের বিধিনিষেধের ফলে শ্রমিক আমদানিতে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এছাড়া পাম শিল্পের প্রচুর চাহিদা ছাড়াও বিভিন্ন শিল্পের ক্রেতা ও চাহিদা বেড়েই চলেছে।এতে একদিকে যেমন বিদেশী শ্রমিকদের ওপর নির্ভরশীল দেশটির শিল্প ,অন্যদিকে ক্রেতা সংখ্যাও বেড়েই চলেছে। ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছেনা শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন