গোপালগঞ্জ বাসির দাবি ঢাকা - গোপালগঞ্জ বাস ভাড়া সর্বোচ্চ ৩৫০ টাকা করা হোক।তাদের দাবি কিলোমিটার হিসেবে ঢাকা থেকে গোপালগঞ্জের ভাড়া আসে ২৮০ টাকার মতো।সেই হিসেবে যদি বাস ভাড়া ৩৫০ টাকাও নেয় তাহলে যাত্রীদের অনুকূলে আসে এবং তা হবে নিজ্য ভাড়া।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আন্দোলন চলছে।এছাড়াও যাত্রীদের দাবি পদ্মাসেতু চালু হবার পরে যেসকল বাস ভালো সার্ভিস দিবে তাদের সেবাই গ্রহন করবে তারা।আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধনের পরে অনেক নতুন বাস চালু হবে।এসকল বাসের মালিকদের উদ্যেশ্যে যাত্রীরা ফেসবুক আন্দোলন করছে।তাদের অভিযোগ,বর্তমানে যে বাসগুলো চলাচল করছে,তাদের সার্ভিস তুলনামূলক ভাবে সুভিধা ভালো নেই। তাই আশা রাখছে আগামীতে নতুন বাসগুলো ভালো সার্ভিস দিবে।তাদের আরো দাবি প্রতিটি বাসে ইমাদ গাড়ির মতো চার্জের পোর্ট রাখতে হবে।পদ্মাসেতু চালু হবার পরে যাত্রীদের যাতায়াতে সময় যেমন কম লাগবে তেমনি বাস মালিকদের খরচ ও কমে যাবে।তাই বাস ভাড়া ৪০০ টাকার নিচে রাখতে হবে।এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যে তোলপাড় লেগে গেছে।এছাড়াও গুলিস্তান ছাড়াও কদমতলী থেকে গোপালগঞ্জ বাস চলাকাল চালু করা হোক। এতে ঢাকার অভন্তরে থেকে যানজট পার করে গুলিস্তান যেতে হবেনা।ফলে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে যেতে পারবে।
প্রিয়, বাবা, জানি ঐ কবরে আছো কিন্তু আমরা ভালো নেই। বাবার পর আমাদের ভবিষ্যৎ নিলো অন্য বাবার মৃত্যু আমাদের ভাইবোনের দিকে পেটের খাবার কেড়ে নিয়ে গেছে। আমার ছেলের মুখের হাসি কেড়ে নেবেন। কিন্তু এখন তোমার মৃত্যু তাকে অসহায় করবে। বাবার মৃত্যু আমাদের ভিটে পাঠান। বাবা বেচেল হাত পেতে আজ তারা আমাদের শিকারের মতো ব্যাহার করে। আমার বাবা আপন ভাইয়ের মতো আদর যত্ন কর। বাবার সাথে যখন ঘুরতে যেতাম তখন আমার মাকে সব আঙ্কেল রা বল ভাবি আপনি কি অবস্থা করছেন? আর এখনই মেম্বরের বউ মাকে বীনা কেন দূর করে তাড়িয়ে দেয়। হ্যারে বাবা...😰😰😨 তুমি মরে যাওয়ার পরে আমাদের জন্মের ঠিক নেই। তোমার হাতে লাগানো আমি গাছে এখন আমি। তুমি আমাদের জন্য লাগিয়েছিলে, কিন্তু এখন রাজনীতির কাছে। বাবা জানো! তোমার সেই গাছের গাছে আমি কেন জানি আমার বাড়িতে আমার ছেলে। বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? আমার মনে আছে, তোমার যেদিন দাফন করা, ঐদিন ও আমাদের দুধের গাভী। আপনার কাছে যেতে আমাদের পেটে আহার দিতে না রাজকারন, তাহকে অন্যের কাছে। বাবা তোমার অনুপস্থিতিতে আমরা কষ্টে আছি রেতুমি ছিল আমাদের মাথার ছায়াযুক্ত...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন