সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Live post

Tiktalk funny vidio#tanvir240.blogspot.com

 

^Mohammed Ali zinnah's Dhaka tou-r@-মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকা সফর ও তার ভাষণ@%

১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হলে ৭ মাস পরে পূর্ববঙ্গ  আসে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ছিলেন তখনকার পাকিস্তানের গভর্নর, গনপরিষদের সভাপতি।

এক সপ্তাহের জন‍্য যখন তিনি ঢাকায় আসেন,ক য়েক জায়গাই ভাষন দিয়েছিলেন।



তার ভাষনের মুখ‍্যম বিষয় ছিলো উর্দুকে রাষ্ট্র ভাষা ঘোষনা করা।


পাকিস্তানের গভর্নর ভাষন দিবেন সবাই উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তখন উপস্থিত ছিলেন।

জিন্নাহ ভাষণ দিবেন ইংরেজিতে।তিনি তার ভাষণে বললেন,"পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে একমাএ  উর্দু। যদি কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে,তাহলে সে হবে পাকিস্তানের শত্রু।"।

উপস্থিত ছাত্রগণ "না......না..." বলে চিৎকার করে উঠলো।


জিন্নাহ কিছুটা ইতস্তত হয়ে পড়লেন। কিছু সময় চুপ থেকে আবার বক্তৃতা শুরু করলেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Letter to the deceased father | বাবার কাছে চিঠি||ইংরেজী অনুবাদ সহ।|

  প্রিয়, বাবা, জানি ঐ কবরে আছো কিন্তু আমরা ভালো নেই। বাবার পর আমাদের ভবিষ্যৎ নিলো অন্য বাবার মৃত্যু আমাদের ভাইবোনের দিকে পেটের খাবার কেড়ে নিয়ে গেছে। আমার ছেলের মুখের হাসি কেড়ে নেবেন। কিন্তু এখন তোমার মৃত্যু তাকে অসহায় করবে। বাবার মৃত‍্যু আমাদের ভিটে পাঠান।  বাবা বেচেল হাত পেতে আজ তারা আমাদের শিকারের মতো ব‍্যাহার করে। আমার বাবা আপন ভাইয়ের মতো আদর যত্ন কর। বাবার সাথে যখন ঘুরতে যেতাম তখন আমার মাকে সব আঙ্কেল রা বল ভাবি আপনি কি অবস্থা করছেন? আর এখনই মেম্বরের বউ মাকে বীনা কেন দূর করে তাড়িয়ে দেয়।  হ্যারে বাবা...😰😰😨 তুমি মরে যাওয়ার পরে আমাদের জন্মের ঠিক নেই। তোমার হাতে লাগানো আমি গাছে এখন আমি। তুমি আমাদের জন‍্য লাগিয়েছিলে, কিন্তু এখন রাজনীতির কাছে। বাবা জানো! তোমার সেই গাছের গাছে আমি কেন জানি আমার বাড়িতে আমার ছেলে। বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে?  আমার মনে আছে, তোমার যেদিন দাফন করা, ঐদিন ও আমাদের দুধের গাভী।  আপনার কাছে যেতে আমাদের পেটে আহার দিতে না রাজকারন, তাহকে অন্যের কাছে। বাবা তোমার অনুপস্থিতিতে আমরা কষ্টে আছি রেতুমি ছিল আমাদের মাথার ছায়াযুক্ত বটগাছ। বাবা তুমি ফিরে এ

Beautiful picture of Bangladesh

  Beautiful picture of Bangladesh This is my homeland picture.This picture shooted ghoperdanga college.

Beautiful picture of Bangladesh

Beautiful picture of Bangladesh