১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হলে ৭ মাস পরে পূর্ববঙ্গ আসে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ছিলেন তখনকার পাকিস্তানের গভর্নর, গনপরিষদের সভাপতি।
এক সপ্তাহের জন্য যখন তিনি ঢাকায় আসেন,ক য়েক জায়গাই ভাষন দিয়েছিলেন।
তার ভাষনের মুখ্যম বিষয় ছিলো উর্দুকে রাষ্ট্র ভাষা ঘোষনা করা।
পাকিস্তানের গভর্নর ভাষন দিবেন সবাই উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তখন উপস্থিত ছিলেন।
জিন্নাহ ভাষণ দিবেন ইংরেজিতে।তিনি তার ভাষণে বললেন,"পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে একমাএ উর্দু। যদি কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে,তাহলে সে হবে পাকিস্তানের শত্রু।"।
উপস্থিত ছাত্রগণ "না......না..." বলে চিৎকার করে উঠলো।
জিন্নাহ কিছুটা ইতস্তত হয়ে পড়লেন। কিছু সময় চুপ থেকে আবার বক্তৃতা শুরু করলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন