আজকাল পুরূষের প্রধান সমস্যা যৌন শক্তি।তার সমাধানে আছে আল্লাহর দান গাছে।
অর্জুনের প্রথম ও প্রধান কার্যকারিতা হলো,এর ছাল সকাল বেলা পানি দিয়ে ভিজিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি পাবে।
যারা এই সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ছমাস খাবেন।
মনে রাখবেন যে ওষুধে দ্রুত কাজ করে তা কখনোই আপনার যৌন শক্তির জন্য ভালো না।
এটি আপনার বীর্যকে গাঢ় করবে ও কামক্ষমতা বাড়াবেই।
একটু ধীরে হলেও স্থায়ী হবে।
অর্জুনের ছালে আর কি কি রোগের কাজ করে জেনে নেই:
☆খোস পাচড়া,চর্মরোগ,ব্রণ ইত্যাদি রোগের মহৌষধ।
☆হজম ক্ষমতা বাড়ায়।পায়খানা ক্লিয়ার করে।আমাশয় হলে এর চাল গুড়ো করে দুধের সাথে মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়।
☆হাপানি রোগের মহৌষধ এটি। সিগারেটের মতো এর গুড়ো ঢুকিয়ে টানলে হাপানি রোগ ভালো হয়।
☆রক্তের নিম্নচাপ হলে এর রস সেবন করলে ভালে হয়ে যাবেন।
☆হৃদরোগ ভালো হবে এর ছাল নিয়মিত খেলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন